Ad

করোনাভাইরাস থেকে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন ?


করোনো ভাইরাস শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এখন মহামারি আকার ধারণ করেছে । এই পর্যন্ত প্রাণহানি প্রায় 5 লাখ ছুঁই ছুঁই । এই প্রাণহানি সরকারি হিসাব এছাড়াও মৃত্যুবরণ করেছেন জানা-অজানা অনেক মানুষ। এই ভাইরাসটি সাধারণত চীন দেশ থেকে শুরু হয়েছে । এর নামকরণ হয়েছে করোনো ভাইরাস বা কোভিদ-১৯ । এই ভাইরাস থেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় !

  • যেখানে সেখানে থুথু বা কফ ফেলবেন না ।
  • হাঁচি-কাশি দেওয়ার সময় স্বাধীনতা বজায় রাখবেন ।
  • বাসার থেকে বের হওয়ার আগে মাস্ক পরিধান করুন ।
  • কিছুক্ষণ পর পর হাত সেনেটাইজার করে নিন।
  • যেখানে সেখানে চলাচলের সময় একে অপরের দূরত্ব বজায় রাখুন ।
  • একদিনের অধিক সময় কাপড় পরিধান করবেন না ।
  • প্রতিদিন বেশি বেশি করে সুষম খাবার খাবেন খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
  • কোন প্রকার পশুপাখি বা জীবের স্পর্শ করবেন না ।
  • করণা লক্ষণ দেখা দিলে আতঙ্ক না হয়ে সতর্ক থাকুন ।
  • মার্কেটে যাওয়ার সময় মার্কেটে সিঁড়ি বা বিভিন্ন বস্তু ওপর স্পর্শ করবেন না ।
  • পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, সালাতের মাধ্যমে হাত, মুখ, নাক, চোখ ইত্যাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ।

                         ( Stay At Home )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ