নিম প্রাচীন কাল থেকে ওষুধ রূপে ব্যবহার হয়ে আসছে । নিম গাছ, গাছের পাতা, শিকর, নিম ফল ও বাকল ওষুধের কাচামাল হিসেবে পরিচিত । নিম রয়েছে ভিটামিন ই এবং ফেডি অ্যাসিড যা আমাদের শরীরের ত্বক ও চুল ভালো রাখে । এছাড়াও রয়েছে ছত্রাক নাশক , ব্যাকটেরিয়া , ম্যালেরিয়া ও ভাইরাস রোধক হিসেবে কাজ করে । নিমের কদর বেশি এর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার জন্য ।
- নিম পাতার রস খেলে গেস্টিক , আলসার ,জ্বর ও এন্টি বেকরিয়া কাজ করে ।
- নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।
- নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে পরিষ্কার, মজবুত ও জীবাণুমুক্ত থাকে ।
- নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগিয়ে ঘন্টা খানেক পর মাথা ধুয়ে ফেললে উকুন নাশক হিসাবে কাজ করবে ।
- যেকোনো ফড়া ,ত্বক ও চুলে লাগালে জীবানুমক্ত ও এন্টি ব্যাকটেরিয়া মত কাজ করে ।
----------------- ০ ---------------
নিজেকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত নিমের রস খান । নিমের রস ভাইরাস, ছত্রাক ও এন্টি ব্যাকটেরিয়া মত কাজ করে ।
( নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন )
1 মন্তব্যসমূহ